বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন মান্না ক্যারিয়ারে দুর্দান্ত সব সিনেমা তিনিদর্শকদের উপহার দিয়েছেন এবং তার অভিনয় নৈপূর্ণতা দেখে দর্শক রীতিমত মুগ্ধ ছিল।তার প্রকৃত নাম ছিল আসলাম তালুকদার মান্না তবে চলচ্চিত্রাঙ্গনে মান্না নামে তিনি ব্যাপকভাবে
সমাদৃত হয়ে যান এবং একের পর এক তার পরিচিতি এবং জনপ্রিয়তা হতে শুরু করে তবেকাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন অসংখ্য সম্মাননা পুরস্কার এবং দর্শকদের অকৃত্রিম ভালোবাসা ইউটিউবারের ওপর রীতিমতো ক্ষেপে গেলেন চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী। শনিবার বিকেলে রাজধানীর বিএফডিসির অভ্যন্তরে চলচ্চিত্র শিল্পী সমিতির কয়েকটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন শেলী। এসময় কয়েকজন ইউটিউবার ঢুকে পড়েন সেখানে। রীতিমতো বিরক্তিকর পরিস্থিতি তৈরি করেন। তবে এ কারণে রাগ হননি শেলী- তিনি একজন ইউটিউবারকে চিনে ফেলেন। যে মান্নাকে নিয়ে ’মিথ্যা’ ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে দিয়েছেন।
এরপর তাকে প্রশ্ন করতে শুরু করেন। শেলী বলেন, কেন আপনি মান্নাকে নিয়ে ওইসব বলেছেন, আপনি জানেন মান্নাকে এফডিসির গেটের দারোয়ান মে’রে’ছি’ল? বলেন, আপনি জানেন? আপনারা এইসব মিথ্যা ভিডিও বানিয়ে ভিউ তৈরি করছেন, কেন? কেন মান্নার মতো একজনকে আপনারা এভাবে অসম্মান করেন, কেন? বলেন, এভাবে টিআরপির জন্য কেন এইসব করেন?
শেলী এসময় বেশ ক্ষোভ প্রকাশ করেন। সেখানে উপস্থিত মান্নার গণমাধ্যমকর্মীরাও বিষয়টিকে ভালোভাবে নেননি। পরে ওই ইউটিউবার কিছু না বলেই এফডিসি ত্যাগ করে।
শনিবার ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচন ছিল এফডিসিতে। চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজন জানান, এদিন নির্বাচনকে কেন্দ্র করে শত শত বহিরাগত ঢুকে পড়েছিল। এর মাঝে বড় একটি শ্রেণী ছিল ইউটিউবার। যারা কোনো তারকা, বা চলচ্চিত্র সংশ্লিষ্ট কাউকে পেলেই তার বক্তব্য নেওয়া শুরু করেন।
এ বিষয় বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ’মান্না ভাইকে নিয়ে এরকম ভিডিও করা খুবই ঘৃ’ণ্য’তম কাজ। আমি বুঝি এফডিসির গেটে যারা থাকে, তারা কেন এদের ঢুকতে দেয়, এরা ঢুকে ক্রমেই বিশৃঙ্খলা তৈরি করে। যার তার বক্তব্য নিয়ে বড় ও সম্মানী শিল্পীদের অসম্মমান করে। আমিও বিষয়টা এফডিসির কর্তৃপক্ষের কাছে জানতে চাই, কেন এইসব বহিরাগত মানুষ ঢোকে?’
জানা গেছে, ইউটিউবাররা সাংবাদিক পরিচয়ে এফডিসিতে ঢুকে বিভিন্নজনের সাক্ষাৎকার নেওয়া শুরু করে। এক শ্রেণীর ইউ
টিউবাররা ’প্রেস’ লেখা কার্ড ও
জ্যাকেট শরীরে দিয়ে ঢুকে পড়েন। তবে শোনা যায় অধিকাংশরাই গেটে দারোয়ানদের ’ম্যানেজ’ করে ঢুকে পড়েন। এফডিসিতে এরা বিশৃঙ্খলা তৈরি করেন। এদের অত্যাচারে গণমাধ্যমকর্মীরাও পিছিয়ে পড়েন।
দেশের একটি বেসরকারি খবরের টেলিভিশনের নারী সাংবাদিক বলেন, আমি একজনের সাক্ষাৎকার নিচ্ছি, এসময় একজনকে আমাকে প্রায় ধাক্কা দিয়ে ফেলেই দিতে ধরেন। পরে তাকিয়ে দেখি ক্যামেরার মধ্যে স্টিকার লাগানো এম এম টিভি না কি যেন। এদের জন্য আমরা নিজেদের কাজটাও ঠিক ঠাক করতে পারি না।
জায়েদ খান বলেন, এদের কারণে আমাদের মতো শিল্পীদের সম্মানহানি হচ্ছে। মরহুম মান্না ভাইকেও তারা ’অপমান’ করেছে। এটা খুবই দুঃখজনক। আমি বেশকিছু টিউবারের তথ্য ও ছবি যোগাড় করেছি। শিগগির এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো। ইতোমধ্যে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে সমস্ত ইউটিউবারদের প্রবেশ নিষিদ্ধ করেছি।
আসলাম তালুকদার মান্না দেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন এবং ক্যারিয়ারে অসংখ্য সিনেমাটির দর্শকদেরকে উপহার দিয়েছেন নিজের কাজের বদৌলতে তিনি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছেন এবং নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য পর্যায় তবে খুব বেশি সময় তিনি বাংলা সিনেমা জগতে রাজত্ব করতে পারেননি তার আগেই চলে গিয়েছিলেন না ফেরার দেশে তুমি যতটুকু সময় তিনি সিনেমা অঙ্গনে কাটিয়েছেন সেই সময়টাতে নিজেকে ব্যাপকভাবে জনপ্রিয় করে তুলেছিলেন
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
