যার বাবা নেই, তার এই দুনিয়াতে কোনো মূল্য নেই। যেদিন আমার বাবা মারা যায়, আমি সেদিন তেমন একটা বিষণ্ণ ছিলাম না- আমার মুখে তখনো হাসি ছিলো, কারণ আমার বিশ্বাস হচ্ছিলো না- যে আমার বাবা আর নেই। কথাগুলো বলছেন প্রয়াত নায়ক মান্নার একমাত্র ছেলে সিয়াম ইলতিমাস ।
তিনি লেখেন, যেদিন আমার বাবা মারা গেল সেদিন আমি তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না, আমি কি শোকার্ত হবো? নাকি খুশি হবো? নাকি কাঁদবো? নাকি রাগ হবো?
কিন্তু এখন এত বছর পর আমার মন খারাপ হয়, চোখে পানি চলে আসে- যখন কোনো বাবা ও তার সন্তানদের একসাথে দেখি। এখন আমার মনে হয়, আমার বাবা
বেঁচে থাকলে আমার জীবনটা কেমন হতো, আমার কেমন রিলেশনশিপ থাকতো বাবার সাথে, কি করতাম আমরা একসাথে! বাবা থাকলে জীবনটা অনেক প্রাণবন্ত থাকতো। যাইহোক, আমি খুব নিভৃত মানুষ। আমি কোন সময় কিছু শেয়ার করি না, আজকে হঠাৎ সবার সাথে শেয়ার করতে মন চাইলো, তাই শেয়ার করলাম।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
