পর্দায় বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক রিয়াজ। বর্তমানে অভিনয়ে তাকে নিয়মিত দেখা না গেলেও ভক্তদের মধ্যে ভালোবাসাটা কমে যায়নি। সীমানার গণ্ডি ছাড়িয়ে ওপার বাংলার দর্শকের কাছেও তিনি প্রিয় মুখ। দেশের সিনেমাপ্রেমীদের মাঝে এখনও তুমুল জনপ্রিয় তিনি।
সম্প্রতি তার প্রমাণ মিলল। গত ২৬ অক্টোবর ছিল রিয়াজের জন্মদিন। এ উপলক্ষে কলকাতায় এ নায়কের অনুরাগীরা তার জন্মদিন পালন করেছেন। কলকাতা শহরের রাজপুর, সোনাপুর পৌরসভার চৌহাটি অঞ্চলে সাকিব হাসানসহ তার বেশ কয়েকজন ভক্ত এ আয়োজন করেছিলেন।
এ বিষয়ে রিয়াজ বলেন, ‘আমি আসলে এটা জানতাম না পার্শ্ববর্তী দেশে আমার প্রিয় ভক্তরা আছেন। আমি অবাক হয়েছি, মুগ্ধ হয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’ এসময় জন্মদিন উদযাপনকারী ওই ভক্তদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করে রিয়াজ বলেন, ‘তাদের প্রতি আমার অনেক ভালোবাসা ও শুভকামনা। কারণ এরকম যে হতে পারে আমার ধারণার বাইরে ছিল। আমি খুবই আনন্দিত।’
জন্মদিন উপলক্ষে এবার তেমন কোনো বিশেষ আয়োজন ছিল না রিয়াজের। অন্যদিনগুলোর মতোই কাটিয়েছেন বিশেষ দিনটি। এ প্রসঙ্গে রিয়াজ সেদিন বলেছিলেন, ‘অন্যসব দিনের মতোই কাটছে। তবে প্রচুর মানুষের শুভেচ্ছা, ভালোবাসা পাচ্ছি। এটা আমাকে অত্যন্ত আনন্দ দিচ্ছে, কৃতজ্ঞতায় মন ভরে যাচ্ছে আসলে।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
