রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ নামে দুটি সিনেমা মুক্তি পায়। সেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন রাজ ও মিম। তাদের জুটি ব্যাপক নজর কেড়েছে দর্শকদের। সিনেমার প্রচারণায় পরিচালক রায়হান রাফি ও অভিনেতা রাজ মিম এবং সিয়াম অংশ নেন। তখন থেকেই গুঞ্জন ছিল রাজ মিমের সম্পর্কের। এই গুঞ্জন উস্কে দেয় গত ১৩ অক্টোবর পরীমনির দেয়া একটি ফেসবুক স্ট্যাটাসে।
যেখানে তিনি লিখেছিলেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনও নায়িকার হাত ধরে চটকা-চটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে’। এরপরই একটি লাল হৃদয়ের ইমোজি জুড়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।
গত ১০ আগষ্ট ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তান জন্ম দেন পরিমণি। ছেলে রাজ্যকে নিয়ে ঘটা করে পালন করেন পরীর এবারের জন্মদিন। সব কিছু ঠিক্টহাক মনে হলেও রাজ-মিমের সম্পর্কের গুঞ্জনে আগুনে ঘি ঢেলে দিলেন পরিমণি। বুধবার (৯ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে পরীমনি তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন।
যে পোস্টে চিত্রনায়িকা মিমের বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন এবং পরিচালক রায়হান রাফিকে দালাল হিসেবে অভিহিত করেছেন। পরীমনি একই সঙ্গে নিজের স্বামী রাজের উদ্দেশে সতর্কবাণী দিয়েছেন।
পরীমনি সেই পোস্টে শুরুতেই রায়হান রাফিকে ট্যাগ করে লেখেন, সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’ এরপর মিমকে ট্যাগ করে পরীমনি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
একইভাবে নিজের স্বামী রাজকে ট্যাগ করে এই চিত্রনায়িকা লেখেন, ‘এটা এতদূর গড়াতে দেওয়া উচিত হয়নি তোমার।’
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর ৩০তম জন্মদিন পালন করেন পরিমণি। স্বামী ও ছেলেকে নিয়ে পায়রার সাজে অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন পরীমনি।
আজ ১০ নভেম্বর জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। দিনটি উপলক্ষে একসঙ্গে ১৫টা কেক কাটলেন মিম। একযুগ আগে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম। মাথায় ওঠে লাক্স সুন্দরীর মুকুট। সেই সুবাদে সুযোগ হয় প্রয়াত কথাসাহিত্যিক, চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে অভিনয়ের। ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।
ব্যাংকার সনি পোদ্দারের সঙ্গে এই দিনেই আংটি বদল করেছিলেন মিম। আয়োজনেও সেই আঁচ পেলেন মিম। বুধবার (৯ নভেম্বর) একটি অনলাইন প্রতিষ্ঠানের লাইভে অংশ নিয়েছিলেন তিনি। এদিন সনি পোদ্দারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে মিম বলেন, ‘১০ নভেম্বর আমার জীবনের খুব বিশেষ একটি দিন। আমার জন্মদিন ছাড়াও এই দিনে আমি আমার ভালোবাসার সঙ্গে আংটি বদল করেছি। তোমাকে ভালোবাসি প্রিয়।’]
এসময় তিনি বলেন, প্রায় ১৫টি কেক আনা হয়েছে তার জন্মদিনের প্রথম উদযাপনের জন্য। এরপর কেক কেটে পরিবারের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন নায়িকা। সেই আড্ডা গড়ায় ভোররাত পর্যন্ত।
অন্যদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রো পরীমনি ও সময়ের সিনেমার রাজপুত্র শরিফুল রাজের দাম্পত্য জীবনে অশান্তি দেখা দিয়েছে। বুধবার মধ্যরাতে পরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন তিনজনকে ট্যাগ করে। ওই তিন জন হলেন পরিচালক পরিচালক রায়হান রাফী, নায়িকা বিদ্যা সিনহা মিম এবং শরিফুল রাজ। সেই স্ট্যাটাসে সবাইকে দোষারোপ করেন পরিমনি।
বাংলা একটা কথা আছে সুসময় আসলে সবাই বদলে যায় আর দুঃসময়ে চেনা যায় কাছে মানুষদের। ফেসবুকে জনপ্রিয় নায়িকা পরীমনি লিখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি!’ আর মিমকে ট্যাগ করে পরী লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
