আসন্ন ফুটবল বিশ্বকাপে অভিনেত্রী, প্রযোজক অপু বিশ্বাসের সমর্থন থাকছে ব্রাজিলে। তিনি আগে থেকেই ব্রাজিল সমর্থক।
বিশ্বকাপ ফুটবে অপু বিশ্বাস কোন দল সমর্থন করছেন, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘ফুটবল খেলা যারা পছন্দ করেন, বোঝেন তারা অবশ্যই ব্রাজিল সমর্থন করবেন।’
ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া অন্য দলগুলোর জন্য শুভকামনা জানান অপু বিশ্বাস। কথা বলেন আর্জেন্টিনার স্ট্রাইকার মেসিকে নিয়েও।
সাতবার ব্যালন ডর পাওয়া মেসির শেষ বিশ্বকাপ হতে পারে এবারের কাতার বিশ্বকাপ। অপু কি চান না এবারের ট্রফি তার হাতে উঠুক? এমন প্রশ্নে অপুর উত্তর, ‘সবারই অবস্থান পরিবর্তন হয়। মেসি এখন যে অবস্থায় থাকুক না কেন, ভালোটা যেন তার সঙ্গে যুক্ত হয়। শেষ ভালো যার সব ভালো তার।’
অপু বিশ্বাসের অনেক ভক্ত আছেন যারা আর্জেন্টিনা সমর্থন করেন, তাদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘পরিবারের মধ্যেও কিন্তু এমন আছে। আমার ভক্ত যারা ব্রাজিলের সমর্থক তারা আমার সঙ্গে আছেন, যারা অন্য দলের সমর্থক, তাদের সঙ্গে শুধু খেলার সময় যুদ্ধ করব।’
একটি ফটোশুটে অপু আর্জেন্টিনার জার্সি পরেছিলেন এবং সেই ছবিটি এখনও বিভিন্ন জায়গায় পাওয়া যায়। অপু জানান, সেই ছবিটি নিয়ে অনেকে ট্রল করেন এবং বলেন, ‘আগে তো আর্জেন্টিনা সমর্থন করতেন, এখন কেন ব্রাজিল সমর্থন করছেন।’
সেই ফটোশুটের ঘটনা বর্ণনা করে অপু বলেন, ‘প্রথমত যখন ফটোশুটটা হয়েছিল তখন আমি খেলা বুঝতাম না। আমাকে বলা হলো বিশ্বকাপ ফুটবল হচ্ছে, একটা ফটোশুট করতে হবে। সেখানে আসিফ ভাই (আসিফ আকবর), তিশা আপু (নুসরাত ইমরোজ তিশা) ছিলেন। তারা সুন্দর ব্রাজিলের জার্সি পরে ফেললেন।
‘আমি ভাবলাম, ওনারা যেহেতু ব্রাজিলেরটা পরেছেন, সেহেতু আমার অপজিট ড্রেসটা পরতে হবে। সেটাই করলাম এবং ফটোশুট করে ফেললাম। বিষয়টা এমন না যে আমি আগে আর্জেন্টিনা করতাম এখন ব্রাজিল করি।’
অপু বিশ্বাস এখন রয়েছেন মানিকগঞ্জ। সেখানে তিনি সরকারি অনুদান এবং নিজের প্রযোজিত চলচ্চিত্র লাল শাড়ি সিনেমার শুটিং করছেন। সেখানেই সোমবার দুপুরে তিনি কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।
শুটিং দেখতে সেখানে প্রতিদিনই আসছে অনেক অনেক মানুষ। অপু বিশ্বাস এমন পরিস্থিতি দেখে অভ্যস্ত। তবে এবার নারী ভক্তদের উপস্থিতি দেখে তার ভালো লাগছে বলে জানান।
সিনেমার নাম লাল শাড়ি কেন জানতে চাইলে অপু বলেন, “প্রথমে সিনেমার নাম ছিল শুধু ‘শাড়ি’। আমাদের এ গল্পটা তাঁতশিল্পকে কেন্দ্র করে। এর সঙ্গে যারা যুক্ত, তাদের উত্থান-পতন, সাফল্য-ব্যর্থতা নিয়ে সিনেমার কাহিনি। যখন আমি বুঝতে পারলাম যে আমি অনুদান পাব, তখন আমি শাড়ির সঙ্গে লাল শব্দটা যুক্ত করি। কারণ লাল হলো ভালোবাসার প্রতীক। আমি সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’
অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়। তাকে ছাড়া ১২ দিন কাজ করতে হয়েছে অভিনেত্রীকে। অপুর ভাষ্যে, ‘আব্রামের জন্ম হবার পর এই প্রথম ওকে ছাড়া টানা ১২ দিন থাকলাম। রোববার আব্রাম আমার সেটে এসেছে, খুবই ভালো লাগছে।’
অপুর পরিকল্পনা ছিল টানা সিনেমার কাজ শেষ করা। তিনি আশা করছেন, সবার সহযোগিতায় দ্রুতই কাজটি শেষ করতে পারবেন তিনি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
