কয়েক দিন আগে শেষ হয়েছে বিবাহিত নারীদের প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২’। তবে শেষ ধাপে তৈরি হয়েছে বিতর্ক।
এই বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। তার বিরুদ্ধে নারীর পোশাক নিয়ে বুলিংয়ের অভিযোগ এনেছেন অনুষ্ঠানটির উপস্থাপক ইশরাত পায়েল।
পায়েল বলছেন, ‘মীর সাব্বির ভাই পোশাক নিয়ে আমাকে হেয় করেছেন। যেটা আমার জন্য অপমানসূচক। বিষয়টিকে আমি তখন আমল দিইনি―এমনটা অনেকেই বলছেন। কিন্তু তাৎক্ষণিকভাবেই আমি এর প্রতিবাদ জানিয়েছিলাম। আমার শরীরের দিকে দেখিয়ে তিনি এমন কথা কেন বলবেন?’
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। এরপর ভিডিও মাধ্যমেও পায়েল অভিনেতা মীর সাব্বিরকে নিয়ে একই অভিযোগ করেন।
তবে ইশরাত পায়েলের এই অভিযোগকে ভাইরাল হওয়ার প্রচেষ্টা বলে আখ্যা দিচ্ছেন আরেক অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।
জয় বলছেন, ‘অত্যন্ত আনন্দের সাথে এবং কিছুটা দাবি খাটিয়ে অভিনেতা মীর সাব্বিরকে মঞ্চে কিছুটা মজা করার জন্য দাঁড় করালেন উপস্থাপিকা। বরিশালের ভাষায় মীর সাব্বির মজাও করলেন। তারপর সব শেষ। সবাই আনন্দ পেয়ে ঘরে গেল। উপস্থাপিকা বা কোনো মাধ্যম এই অনুষ্ঠান থেকে একটি ভাইরাল টপিক বানানোর জন্য মীর সাব্বিরের মজাটাকে পুঁজি করল। সারা দিন মীর সাব্বিরকে নিয়ে ট্রল। ’
পায়েলের উদ্দেশে তিনি আরো বলছেন, ‘উপস্থাপিকা মীর সাব্বিরের বিরুদ্ধে কিছুটা অশালীনভাবেই বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়েই যাচ্ছেন। আপনার যদি এতই আলোচনায় আসতে ইচ্ছে হয় আপনি আমার কাছে আসেন। এই বিষয়ে মীর সাব্বির আপনাকে অনেক দূর নিতে পারবে না। মাত্র দুই-তিন দিন। আমার অনুষ্ঠান আপনাকে এক বছর আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখবে। ’
মীর সাব্বির নারীদের সম্মান দেন উল্লেখ করে অভিনেতা বলেন, ‘নারীর পোশাক এবং নারীকে সম্মান করা এই বিষয়ে মীর সাব্বিরসহ আমাদের জেনারেশনের সকল অভিনেতার সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। মীর সাব্বিরকে নিয়ে ট্রল করেন অসুবিধা নাই। ভুলেও তাকে অসম্মান করার চেষ্টা কইরেন না। ট্রল কাকে বলে কত প্রকার ও কী কী বিষয়টা আপনাকে বোঝাতে চাই না। ’
প্রতিশোধ নেওয়ার জন্যই পায়েল এটা বলছেন―এমনটা দাবি করে শাহরিয়ার নাজিম জয় বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে মীর সাব্বির যখন বিবাহিত বলেছেন তখন আপনার মন খুব খারাপ হয়েছে। তাই আপনি প্রতিশোধ নেবার জন্য মীর সাব্বির সম্পর্কে আজেবাজে কথা বলছেন। ’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
