দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। সম্প্রতি বোল্ড লুকে একটি ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। যা অন্তর্জালে বহুদিন পরে ঝড় তুললেন এই অভিনেত্রী।
ভক্তরা একের পর এক মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে বৃহস্পতিবার বিকেলে পোস্ট করা ছবিগুলো চোখ এড়ায়নি অভিনেতা সিদ্দিকুর রহমানের। জয়া আহসানের সেই ছবি নিয়ে কথা বলেছেন সিদ্দিক।
বুধবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ার সেই ছবি দিয়ে সিদ্দিক লিখেছেন, ‘শালীনতা (ইংরেজি মডেস্টি) হলো পোশাক ও আচরণের ধরণ, যার উদ্দেশ্য হল অপরকে শারীরিক বা যৌন আকর্ষণে উৎসাহিতকরণ থেকে বিরত থাকা।
তবে এর মানদণ্ডের বিভিন্নতা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। এক্ষেত্রে বলা যায় যে, শরীরের নির্দিষ্ট কিছু অংশ ঢেকে না রাখাকে অনৈতিক এবং অশালীন বলে বিবেচিত হয়।
অনেক দেশে, নারীদের পূর্ণরূপে পোশাকে আবৃত রাখা হয়, যেন পুরুষেরা তাদের দ্বারা আকর্ষিত না হয় এবং তাদের জন্য পরিবারের সদস্য ছাড়া অন্য পুরুষদের সাথে কথা বলা নিষিদ্ধ। আবার, যেখানে বিকিনি পরার প্রচলন স্বাভাবিক সেখানে এক টুকরো কাপড় পরাও শালীন বলে বিবেচিত হয়।’
সিদ্দিক আরও লিখেছেন, ‘পৃথিবীর অধিকাংশ দেশেই লোক সম্মুখে নগ্নতাকে অভদ্র শরীর প্রদর্শন মনে করা হয়। মাঝে মাঝে কিছু ছবি আমার মনকে খারাপ করে দেয়। আমরা আসলে কি করতে চাই…?
আমাদের কি করা উচিত….? সেটা নিয়ে আমাদের আরও বেশি বেশি করে ভাবতে হবে। তা না হলে সমাজ ও জাতি আমাদের কাছ থেকে কি পাবে বলুন? শিল্পী হিসেবে জন্ম নিয়ে সমাজও জাতিকে যদি কোন কিছু দিতে না পারি তাহলে বেঁচে থাকার সার্থকতা কোথায় বলুন? আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন।’
এর আগে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীকে নিয়ে মন্তব্য করায় নেটিজেনদের তোপের মুখে পড়েছিলেন সিদ্দিকুর রহমান।..
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
