ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এপার-ওপার দুই বাংলাতেই পরিচিত তিনি।
অভিনয় দক্ষতার কারণে দর্শকহৃদয়ে জায়গা তার। এবার সেই অভিনেতাকে দেখা গেল বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশির ফেসবুক পোস্টে শাহরুখের সঙ্গে দেখা যায় চঞ্চলকে। বলিউড বাদশাহর সঙ্গে তোলা সেলফিতে আনন্দিত ও উচ্ছ্বসিত দেখা গেছে তাকে।
আবার অন্য একটি ছবিতে ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির সঙ্গে দেখা গেছে ‘মনপুরা’ খ্যাত অভিনেতাকে।
এদিকে বন্ধু ও সহকর্মী চঞ্চলের বলি তারকাদের সঙ্গে তোলা ছবিগুলো ফেসবুকে পোস্ট করে শাহনাজ খুশি লিখেছেন, চঞ্চল বন্ধু, আমাদের শাহরুখ! আমাদের আনন্দ, অহংকার…।
পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে কলকাতা ২৮তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের পক্ষে চঞ্চল।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
				