ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন আজ। অন্য দশটি দিনের মতো আজকের দিনও চলে যাবে তার।
তবে পরিবার, সংগঠনগুলোর পক্ষ থেকে থাকছে জন্মদিনের বিশেষ আয়োজন। যদিও এসব বিষয় বরাবরই এড়িয়ে চলেন তিনি। কিন্তু সকলে ভালোবাসায় বাঁধা এই অভিনেতা।
ইলিয়াস কাঞ্চনের ভাষ্য, ‘আমার কাছে জন্মদিন, বিশেষ কোনো মানে বহন করে না। আমি কখনো নিজ থেকে জন্মদিন পালন করি না। অন্য দিনগুলোর মতো করে আজকের দিনটিও চলে যাবে আমার। প্রতিদিনই বাসা থেকে আল্লাহকে স্মরণ করে কাজে বের হই। আবার আল্লাহকে স্মরণ করতে করতে বাসায় ফিরি। সৃষ্টিকর্তার কাছে একটাই চাওয়া, আশপাশের সবাইকে নিয়ে যেন ভালো ও সুস্থ থাকতে পারি।’
আজ তো ঠিকই কোন না কোন সংগঠনের পক্ষ থেকে আপনার জন্মদিন উদযাপন করা হবে। সেখানে অংশ নেবেন না? উত্তরে এই অভিনেতা বলেন, ‘এটা ঠিক, আমার পরিবারের সদস্যরা কিছু না কিছু করে। আমার মেয়ে বিদেশ থেকে অনলাইনে অর্ডার করে কেক পাঠিয়ে দেয়। এবারের জন্মদিনে আমার ছেলেটা কাছে নেই। ও এখন কানাডায়। ও থাকলে ঠিকই কিছু না কিছু করে।
আর “নিরাপদ সড়ক চাই” সংগঠনের পক্ষ থেকেও আয়োজন থাকে। আর চলচ্চিত্র শিল্পী সিমিতিতে কোনো না কোনো আয়োজন থাকবে।’
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘জন্মদিনের ঘটা করে আয়োজন- আমার পছন্দ না। এটা অন্যদের ভালোলাগা। আমি চাই, জন্মদিনের আয়োজনে যে খরচ হয় বা হওয়ার কথা তা আমি অসহায় কিংবা পথশিশুদের মাঝে বিলিয়ে দিতে। জন্মদিনের আয়োজন না করে ওদের পাশে দাঁড়াতে চাই। এটাই ভালোলাগা।’
তিনি বলেন, হিসাব করে কখনো জীবন চলে না। তবু করতে হয়। সিনেমা থেকে অনেক পেয়েছি। অপ্রাপ্তির হিসাব করি না। জীবন পাওয়া এবং না পাওয়া নিয়েই চলে। আমি সব সময় সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখি। আমি এখনো খুব ভালো আছি। ভালো থেকেই পৃথিবী থেকে যেতে চাই।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
