বলিউডের অভিনেত্রী উরফি জাভেদ। নামটার সঙ্গে এতদিনে তো সকলেই পরিচিত হয়ে উঠার কথা। নিজের অদ্ভূত পোশাক আশাক দিয়েই চর্চায় উঠে এসেছেন তিনি।
‘সাহসী’ পোশাক পরার জন্য আগে থেকেই পরিচিতি ছিল তাঁর। বিগ বস থেকে বেরোনোর পরে তা আরো বহুগুণে বেড়ে গিয়েছে। অভিনয় ছেড়ে এখন উদ্ভট ফ্যাশন দেখিয়েই লাইমলাইটে জায়গা করে রেখেছেন উরফি।
উপরন্তু এই মুহূর্তে এমটিভির জনপ্রিয় নন ফিকশন শো ‘স্প্লিটসভিলা’তেও দেখা যাচ্ছে উরফিকে। প্রতিযোগীদের জন্য শোটা আরো মজার করে তুলছেন তিনি। সেই সঙ্গে দর্শকদের জন্যও থাকছে নানান সার;প্রাইজ। সম্প্রতি শোয়ের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছিল, যেখানে কিছু ‘সা;হসী’ প্রশ্নের উত্তর দিতে হয়েছে উরফিকে।
প্রথম প্রশ্নই ছিল, উরফি বি;ছানায় কেমন? লাউড নাকি শান্ত? এই প্রথম উরফিকেও একটু ল;জ্জা পেতে, ইতস্তত করতে দেখা যায়। তারপর তিনি বলেন, ‘বি;ছানার ব্যাপার স্যাপার ওই পর্যন্ত রাখলেই ভাল হয়। বাকি জানতে চাইলে, আপনি চলে আসুন আমার বিছা;নায়।’
এরপরেই আরেক প্রশ্নের সম্মুখীন হন তিনি। কেউ যদি তাঁর সঙ্গে প্রতা;রণা করে, তার সঙ্গে কি তিনি থাকবেন? এক মুহূর্ত না ভেবে উরফি বলে ওঠেন, ‘তার যৌ;না;ঙ্গ কু;চি;কু;চি করে কে;টে ফেলব!’ উরফিকে এও জিজ্ঞাসা করা হয়েছিল, অন্যকে দেখতে বেশি ভাল লাগে, নাকি অন্যরা তাকে দেখবে সেটা বেশি পছন্দ তাঁর? উরফির সপ্রতিভ উত্তর, সারা পৃথিবীর মানুষই তাঁকে দেখে।
প্রসঙ্গত, বিদঘুটে পোশাকের জন্য ইতিমধ্যেই জনপ্রিয়তার চূড়ায় উঠেছেন উরফি। তা সে নেতিবাচক প্রচারের দৌলতেই হোক না কেন। আর সেই জনপ্রিয়তা কীভাবে ধরে রাখতে হয় সেটাও খুব ভাল ভাবে জানেন উরফি। দিন দিন আরোই খোলামেলা হচ্ছেন তিনি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
