মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ প্রায়ই পোশাক ও ফ্যাশন স্টাইলের জন্য আলোচনা-সমালোচনায় থাকেন। খোলামেলা পোশাকে সোশ্যালে নিজেকে তুলে ধরা রীতিমত যেন অভ্যাস হয়ে গেছে তার।
ফ্যাশন সেন্সের কারণে কখনো কখনো হুমকিও পেয়ে থাকেন। তবে সমালোচনা নিয়ে না ভেবে বরাবরই নিজের মতো চলতে পছন্দ করেন উরফি।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের খবরে বলা হয়েছে, এই অভিনেত্রী শরীরে পোশাক না রাখার কারণ জানিয়েছন। বলেছেন, শরীরে র্যাশ উঠে। ত্বকে ফুসকুড়ি হয়।
তিনি আরও জানিয়েছেন, উলের পোশাক পরলে এই সমস্যা আরও বেড়ে যায়। এ কারণে ঠাণ্ডায় কষ্ট পান তিনি। উলের কোনো পোশাকই পরতে পারেন না।
উরফি হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে নজর কাড়েন সবার। তারপরই জনপ্রিয়তা লাভ করেন।
সাম্প্রতিক সময়ে উদ্ভট পোশাকে বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে ফটোশুট ও ভিডিও পোস্ট করে সমালোচনায় থাকেন এই অভিনেত্রী।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
