ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে ঢাকাই সিনেমার তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সংসারের। এই ঝগড়া তো এই মিলে যাওয়া। শোনা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড শোতে অংশ নিতে একসঙ্গে দুবাই যাচ্ছেন দুজন।
সপ্তাহজুড়ে তাদের সাংসারিক এই টানাপোড়েনে অনেকটা বিরক্ত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। পরীমণি ও রাজকে ‘কাক’ বলে সম্বোধন করলেন এই নির্মাতা।
পরী-রাজের সংসার টিকবে না বলেও ভবিষ্যদ্বাণী করলেন ঝন্টু। তিনি বলেন, ‘পরীমণি কাউয়া, রাজও কাউয়া (কাউয়া অর্থাৎ কাক)।’ তিনি আরও বলেন, ‘পরীমণিকে ইতোমধ্যে সবাই চেনে। এর আগেও নানান কারণে তাকে সমালোচিত হতে দেখা গিয়েছে। জেলও খেটেছে নায়িকা। আমার মতে ওরা দুজনেই কাক। ওদের সংসার কোনোদিন টিকবে না। বরং আমাদের চলচ্চিত্র জগতের সুনাম ক্ষুণ্ণ করছে এই দম্পতি। নতুন প্রজন্ম ভাববে চলচ্চিত্র জগৎ হয়তো এমনই।’
এখন সবাই আলোচনায় থাকতে চায়। পরীদের পূর্বসূরিদের উদাহরণ টেনে ঝন্টু যোগ করেন, ‘আমাদের সময় তো নায়িকা শাবানা, ববিতা, সুচরিতা, কবরীর মতো নায়িকাদের সংসার জীবন দেখেছি। তারা সিনেমার বাইরে এসব নিয়ে কখনও মাথা ঘামাননি।
এখন সবাই আসলে আলোচনায় থাকতে চায়। এগুলো চলতে চলতে আসলে প্যাশন হয়ে গেছে। তাতে আমাদের সম্মানহানি হচ্ছে। চলচ্চিত্রের মানুষের নাম শুনলেই এখন মানুষ আতঙ্কে থাকে। তাদের আসলে এসব কে বোঝাবে। শুধু বলব ওদের আল্লাহ হেদায়েত দান করুক।’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন।
২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
