ঢাকাই সিনেমার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয়ের পর রাতারাতি খ্যাতি লাভ করেন তিনি। এরপর দর্শকদের কয়েকটি হিট সিনেমা উপহার দেন এই নায়িকা।
পূজা ইন্ডাস্ট্রির বাইরে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে প্রায়ই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত নানা বিষয় তুলে ধরেন। এতে অবশ্য সহজেই ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আপডেট থাকতে পারেন ‘শান’ সিনেমার অভিনেত্রী।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে অভিনেত্রী ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন। যেখানে বধূ সাজে বাসর ঘরে দেখা গেছে তাকে।
চিত্রনায়িকাকে লাজুক হাসিতে দেখে মনে হচ্ছে জীবনের বিশেষ রাতটিতে প্রিয় মানুষের অপেক্ষায় বসে আছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সকালের একটি ভালো চিন্তা আপনার সারাদিন বদলে দিতে পারে।’ এরপরই জুড়ে দিয়েছেন দুটি লাল গোলাপের ইমোটিকন।
লাস্যময়ী সুন্দরী অভিনেত্রীর ছবিগুলো সোশ্যালে পোস্ট হতেই নজর কাড়ে নেটিজেনদের। সেখানে মাত্র কয়েক ঘণ্টায় আট হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। আর মন্তব্য পড়েছে হাজারেরও বেশি।
পূজার পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন। সেখানে অনেকে শুভ কামনা জানিয়েছেন তাকে। আবার নেটিজেনদের একাংশ টেনে এনেছেন শাকিব খানকে।
এর আগে সোমবার (৯ জানুয়ারি) একটি রিলও প্রকাশ করেন অভিনেত্রী। সেখানেও লাল শাড়িতে বধূ সাজে ঘোমটায় দেখা গেছে তাকে। যার ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা আমাকে এই দৃশ্যে দেখতে আগ্রহী? আমি খুবই আগ্রহী।’
এসব দৃশ্যে দেখে ভিন্ন কিছু চিন্তার কারণ নেই শুভাকাঙ্ক্ষীদের। সম্প্রতি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে বধূ সাজে বাসর ঘরে ছিলেন। সেসব ছবিই এখন সোশ্যালে পোস্ট করছেন চিত্রনায়িকা। যা ক্যাপশনে উল্লেখ করেছেন পূজা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
