পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের আপন সাত ভাই। একসঙ্গে সাত ভাই ওমরাহ পালনের বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে তারা একসঙ্গে ঈশ্বরদী থেকে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন।
তারা হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা গ্রামের মৃত আবেদ আলী মুন্সীর ছেলে ফজলুল হক (ভাঙন), ডা. আলমগীর পারভেজ, সেলিম হোসেন, রিয়াজুল ইসলাম (চুনু), আনোয়ার হোসেন, আনজারুল ইসলাম এবং রাসেল রানা। তারা সকলেই ব্যবসায়ী।
এদিকে সাত ছেলের এমন কাজে খুশি শতবর্ষী মা ফজিলা বেগম। তিনি বলেন, আমার খুব ভালো লাগছে। আনন্দ বলে বোঝাতে পারব না। আমি বেঁচে থাকা অবস্থায় আমার সাত ছেলে একসঙ্গে পবিত্র ওমরাহ হজ করতে গেল। এজন্য এর চেয়ে খুশি আর কে হবে? দোয়া করি- তারা যেন সুস্থ ও সবল অবস্থায় আবার আমার কাছে ফিরে আসে।
পারিবারিক সূত্র জানায়, পবিত্র সৌদি আরবে সাত ভাই ১৭ দিন অবস্থান করবেন। ওমরাহ হজ পালনের পাশাপাশি তারা সৌদি আরবের বিভিন্ন দর্শনীয় পবিত্রস্থানগুলো ঘুরে দেখবেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
