ঢালিউডের প্রতিভাবান চিত্রনায়িকা পূজা চেরির প্রেম এবং বিয়ের জোর গুঞ্জন নিয়ে গত বছর থেকেই উত্তপ্ত সোশ্যাল মিডিয়া এবং এফডিসিপাড়া। সম্প্রতি ‘পোড়ামন ২’ অভিনেত্রীর নববধূর সাজের কয়েকটি ছবি প্রকাশ হলে সেই গুঞ্জনের পারদ আরও উপরে ওঠে। অনেকে মনে করেন, সত্যি বোধহয় বিয়েটা করেই ফেলেছেন পূজা।
অনেকে আবার ঠিকই বুঝতে পারেন যে, ছবিটি বিয়ের নয়, একটি ব্রাইডাল ফটোশ্যুটের জন্য নববধূর সাজে ধরা দিয়েছিলেন পূজা চেরি। নানা আলোচনা ও কানাঘোষার পর অবশেষে সেই ছবি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। একটি সাক্ষাৎকারে হাজির হয়ে জানালেন, নববধূর সাজের ওই ছবি আসলে একটি ব্রাইডাল ফটোশ্যুটের।
সাক্ষাৎকারে পূজা বলেন, ‘ওটা আসলে বাস্তবে কোনো বিয়ের ছবি না। একটা ব্রাইডাল শ্যুট ছিল। আমিই ফেসবুকে ছবিটা পোস্ট করেছিলাম। যারা না জেনে না বুঝে ছবিটা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন, গুজব ছড়াচ্ছেন, ভুল ব্যখ্যা করছেন তাদের আমি বোকা ছাড়া কিছুই বলবো না।’
ক্ষোভ প্রকাশ করে পূজা বলেন, ‘আমাকে নিয়ে প্রতিনিয়ত এমন সব নিউজ হচ্ছে, যার কোনো অস্থিত্ব নেই। এখন এসব বিষয়ে যদি আমি কথা বলি বা কোনো উত্তর দেই তাহলে অনেক কথাই বলতে হবে। কিন্তু বলব না। কারণ, কথায় কথা বাড়ে। তাই আমি এসব বিষয় নিয়ে আর কথা বাড়াতে চাই না।’
নিজের গোপন বিয়ের গুজব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পূজা এও বলেন, ‘বিয়ে করলে তো গোপনে করব না, সবাইকে জানিয়েই করব। আমার এবং পরিবারেরও খুব ইচ্ছা বিয়ে ধুমধাম করে হবে। যারা আমার কাছের মানুষ, তাদের সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবেন, খুব মজা করবেন।’
গত বছরের মাঝামাঝি দাবানলের মতো ছড়িয়ে পড়ে, ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে গোপনে বিয়ে হয়েছে পূজা চেরির। এমন গুঞ্জনও ছড়ায়, এই বিয়ের জন্য অভিনেত্রী নাকি তার নিজ ধর্ম পর্যন্ত পরিবর্তন করেছেন। অর্থাৎ, হিন্দু থেকে মুসলমান হয়েছেন। যদিও এসব গুঞ্জনের এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি।
গত বছর একই সময়ে ছোটপর্দার অভিনেতা জোভান আহমেদের সঙ্গেও পূজা চেরির সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। এই দুজনে জুটি বেঁধে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন সে সময়। সেই সিরিজের শুটিংয়ের কয়েকটি ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপরই শুরু হয় চর্চা। তবে ওই গুঞ্জনেরও কোনো সত্যতা মেলেনি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
