এবার ভারতে তৈরি হয়েছে ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি। যাত্রী পরিবহনে ফ্লাইং ট্যাক্সিটি হেলিকপ্টারের চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম বলে দাবি করেছে নির্মাতা সংস্থা ‘ই প্ল্যান কোম্পানি’।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সিটি তৈরি হয়েছে ভারতের আইআইটি মাদ্রাজে। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘এরো ইন্ডিয়া শো’-তে প্রদর্শিত হয়েছে আকাশযানটি।
নির্মাতা সংস্থা ‘ই প্ল্যান কোম্পানি’ বলছে, একবার চার্জ দিলেই ২০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এ আকাশযানটি। এছাড়া ওই বিশেষ যান সাধারণ চার চাকার গাড়ির চেয়ে ২০ গুণ বেশি দ্রুতগতির।
ওই স্টার্ট আপ সংস্থার দাবি, এই যানে যাত্রী পিছু খরচও অন্যান্য যানের চেয়ে বেশি। উবারের চেয়ে দ্বিগুণ খরচ হবে এই ইলেকট্রিক ফ্লাইং ট্যক্সিতে।
উড়ন্ত এ আকাশযানটি নিয়ে বেশ আশাবাদী সংস্থাটির সিটিও অধ্যাপক সত্য চক্রবর্তী ও সিইও প্রাঞ্জল মেহতা।
তারা বলছেন, এই উড়ন্ত ট্যাক্সি বেশি জায়গা দখল করে উত্তরণ বা অবতরণ করে না। আর পার্ক করার জন্য লাগে ২৫ স্কয়ার মিটার এলাকা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
