বিয়ে করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। শুক্রবার (৭ জুলাই) ফেসবুকে নিজের একটি ছবি দিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। তবে কবে বিয়ে করেছেন, বর কে সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী।
ছবির ক্যাপশনে ফারিয়া শাহরিন লিখেছেন— ‘আমাদের জন্য দোয়া করবেন।’
চার বছর প্রেম করে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি প্রেমিক মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান সারেন ফারিয়া শাহরিন। রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতে বাগদান সম্পন্ন করেন এই অভিনেত্রী। প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এ বিষয়ে কথা বলতে ফারিয়া শাহরিনের মুঠোফোনে যোগাযোগ করেন রাইজিংবিডির এই প্রতিবেদক। কিন্তু ফোনের লাইন কেটেন দেন। তারপর তার সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করা হলে সাড়া দেননি এই অভিনেত্রী।
একটি সূত্র রাইজিংবিডিকে বলেন— ‘যে ছেলের সঙ্গে বাগদান সেরেছিল, তার সঙ্গেই বিয়ের রেজিস্ট্রি হয়েছে। এটা কয়েক দিন আগে হয়েছে। তবে আমি বিস্তারিত কিছু জানি না।’
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে পরিচিতি লাভ করেন। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেরেন এই অভিনেত্রী।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.