বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন অভিনয়ের বাইরে সংসার-সন্তানই তার সব। একমাত্র পুত্র অভিষেক বচ্চনও বলিউডে প্রতিষ্ঠিত। ভবিষ্যতে উত্তরাধিকারসূত্রে বিগ বি’র সমস্ত সম্পত্তির মালিক হবেন জুনিয়র বচ্চন, বলাই বাহুল্য। অথচ এদিন টাকা নিয়ে প্রকাশ্যে ঝগড়ায় জড়ালেন বাবা-ছেলে!
ছেলে যতই রোজগার করুক, বাবার ওপর সকলের সমান অধিকার। কিন্তু ছেলে যখন অভিষেক বচ্চন, তখন বাবা অমিতাভের টাকার প্রতিও সাংঘাতিক লোভ। যা বাবার, সেটাই নেয়ার জন্য অপেক্ষায় সে।
কেবিসির এক সিজনে, প্রতিযোগী ছিলেন অমিতাভ বচ্চন। আর অভিষেক বসেছিলেন সঞ্চালক হিসেবে। বাবার শোয়ে এর পরেও এসেছিলেন তিনি। কিন্তু, সেবার আলাদাই মেজাজে ছিলেন। বাবার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন। তিনি অমিতাভ বচ্চন, কাজ করা আর গান গাওয়াই কাজ এভাবেই শুরু করলেন অভিষেক। তারপর, এমন কিছু বললেন যে চোখ কপালে অমিতাভের।
সবশেষে অভিষেক বলেন, আজকে উনি যে টাকা বাড়ি নিয়ে যাবেন সেই টাকাটা উনার ছেলেকে দেবেন। এরপরই অমিতাভ সেই কথার বিরোধিতা করেন। বলেন, কে বলেছে তোমায়? অবাক হয়েই অভিষেক বলেন, তুমিই তো বলেছো, যা তোমার সেটাই আমার। তাহলে আজকের টাকাটা নয় কেন? তারপরই অমিতাভ বলেন, না, আজকে আমি যেটা জিতব সেটা একেবারেই তোমার নয়। ওটা শুধুই আমার। বাবার কথায় হতভম্ব হয়ে যান অভিষেক।
দীর্ঘদিন, অভিনয় জগতে রয়েছেন অভিষেক। তবে, বর্তমানেই নিজের যোগ্য রোল পাওয়া শুরু করেছেন তিনি। ছেলের বেশ কিছু পারফরমেন্সে বেজায় খুশি অমিতাভ নিজেও।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.