বিনোদন ডেস্ক: বলিউড নির্মাতা করণ জোহর পরিচালিত সুপারহিট পারিবারিক রোম্যান্টিক ফিল্ম ‘কাভি খুশি কাভি গাম’ বা ‘কে৩জি’ ২০০১-সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়ার পর থেকে ছবিটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই ছবিতে অমিতাভ-জয়া, শাহরুখ-কাজল, হৃতিক-কারিনাসহ—বলিউডের সাতের দশক থেকে সেই সময়ের বিচারে সেরা জুটিরা এক সঙ্গে কাজ করেছেন!
পারিবারিক টানাপড়েন, উচ্চবিত্ত, মধ্যবিত্তের দ্বন্দ্ব, আবেগ, প্রেম— সবই ছিল ছবিতে। ফলে হল উপচে দর্শক ভিড় করেছিল ছবিটি দেখার জন্য। ৪০ কোটি টাকা বাজেটের এই ছবিটি মোট ১৩৫ কোটি টাকা আয় করেছিল। কিন্তু ‘কে৩জি’র একটা মারাত্মক ভুল প্রায় সবার চোখ এড়িয়ে গিয়েছিল তখন। সে জন্যই পাঁচটি ফিল্মফেয়ার আর পাঁচটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড-সহ মোট ২০টি অ্যাওয়ার্ড জিতেছিল ছবিটি।
সেই গানের দৃশ্যটা মনে আছে! যেটা অমিতাভ বচ্চন তার অন স্ক্রিন বড় ছেলে শাহরুখের (রাহুল) জন্মদিনের পার্টিতে গেয়েছিলেন। ‘শাবা শাবা’—মনে পড়েছে! এই গানের দৃশ্যে দেখানো হয়েছে ছোট ছেলে রোহান (এই ভূমিকায় পরে হৃতিককে দেখা যায়) তখনও ছোট। সালটা ১৯৯১। কিন্তু এই গানের পরই জয়া বচ্চনকে উদ্দেশ্যে করে অমিতাভ গেয়ে ওঠেন ‘এ ক্যায়া বোলতি তু’।
এটা আমরা সকলেই জানি যে, এই গানটি আমির খানের গাওয়া এবং ‘গুলাম’ ছবিতে ব্যবহৃত হয়। ‘গুলাম’ ছবিটি মুক্তি পায় ১৯৯৮-এ। এবার একটু ভেবে দেখুন, ১৯৯১ সালের ঘটনায় ১৯৯৮ সালে মুক্তি পাওয়া একটি ছবির গান কী করে গাইলেন ‘যশবর্ধন রইচাঁদ’ অমিতাভ বচ্চন।
অবশ্য এ ঘটনায় বলিউড শাহেনশাকে দোষ দেয়া যায় না! কারণ, ছবির চিত্রনাট্য এবং পরিচালকের নির্দেশ অনুযায়ী তিনি তার কাজটা নিখুঁত ভাবেই করেছিলেন। আর এটাও তো অস্বীকার করা যাবে না যে, এই ভুলটা লক্ষ লক্ষ দর্শক এবং সমালোচকের নজর এড়িয়ে গিয়েছিল সে সময়।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.