বলিউড অভিনেতা সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান। এখনো বলিউডে অভিষেক ঘটেনি তার। তারকা সন্তান হওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। বেশ কিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, বলিউড অভিনেত্রী পলক তিওয়ারির সঙ্গে প্রেম করছেন ইব্রাহিম!
এ সম্পর্ক নিয়ে নানা ডালপালা মেললে তা অস্বীকার করেন পলক। তবে পলকের বাবা রাজা চৌধুরী এ সম্পর্ককে যেন সীলমোহর দিলেন! টেলিচক্কর-কে দেওয়া সাক্ষাৎকারে রাজা চৌধুরী বলেন— ‘এই সময়ের ছেলে-মেয়েরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে সক্ষম। তাদের যা ভালো লাগে, তাতেই আমি খুশি। সে (পলক) খুশি থাকলে আমিও খুশি; সে খারাপ থাকলে আমিও ভালো থাকি না।’
গত মাসের শেষের দিকে একটি পার্টিতে একসঙ্গে দেখা যায় পলক-ইব্রাহিমকে। এর আগে একসঙ্গে কনসার্টে দেখা গেছে এই জুটিকে। তারও আগে একসঙ্গে একটি রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় এই যুগলকে। ওই সময়ে পলক দাবি করেছিলেন ইব্রাহিম তার ভালো বন্ধু। তার ভাষায়— ‘এটি শুধুই বন্ধুত্ব। এগুলো সবই অনুমান করে বলা, তাই এটি নিয়ে মাথা ঘামাই না। আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। ওই সময়ে ছবি তোলা হয়। এটুকুই!’
গত বছরের জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ইব্রাহিমের সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন পলক। এই সময় ফটোসাংবাকিকদের দেখে মুখ লুকিয়ে ফেলেন তিনি। এ নিয়ে পলক তিওয়ারি বলেন, ‘মাকে মিথ্যা বলেছিলাম যে, আমি বাড়ির দিকে রওনা হয়েছি। কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম ছিল। ওই সময় আমার ছবি তোলায় মুখ ঢেকেছিলাম। কারণ এই ছবিগুলো দেখেই মা আমার খবর রাখেন। ছবিগুলো দেখলে তিনি আমাকে মিথ্যাবাদী মনে করতেন।’
‘রোজি: দ্য স্যাফরন চ্যাপটার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পলক তিওয়ারি। হরর-থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করছেন বিশাল মিশ্রা। তা ছাড়াও সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় দেখা যায় পলককে।
অন্যদিকে অভিনেতা হিসেবে ইব্রাহিম এখনো বলিউডে পা রাখেননি। তবে করন জোহরের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটি।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.