সাবেক ডিবি প্রধান হারুন ও বিপ্লব কুমারের বিরুদ্ধে ১৩ বছর আগের ঘটনায় আজ মামলা দায়ের করেছেন বিএনপির নেতা জয়নুল আবেদীন ফারুক। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেন।
২০১১ সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে সংসদ ভবনের কাছে পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। সে সময় লক্ষ্মীপুর-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
মামলার অভিযোগে বলা হয়, জয়নুল আবদিন ফারুককে হত্যার উদ্দেশে লাঠি এবং বুট দিয়ে মেরেছে পুলিশ। ঘটনার দিনই পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফারুকের বিরুদ্ধেও একটি মামলা করা হয়।
এ ব্যাপারে জয়নাল আবেদীন ফারুক বলেন, আগে পুলিশ আমাদের মামলা নিত না। এখনতো দেশ স্বাধীন হয়েছে তাই আমরা যে কোনোভাবে কথা বলতে পারি। তাই ১৩ বছর আগের একটি ঘটনায় আজ মামলা করলাম। তখন দায়িত্ব ছিল বিপ্লব কুমার সরকার এবং সাবেক ডিবি হারুন। তাই এদেরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.