বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউপি রাজাপুর গ্রামে বিরল প্রজাতির একটি সাপের দেখা মিলেছে।
উপজেলার গণেশ বৈরাগীর বাড়ির একটি পরিত্যক্ত ঘরে সাপটির দেখা মেলে।
সাপটি দেখতে শত শত উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করছেন।
রাজাপুর গ্রামের বাসিন্দা দিলিপ কুমার দুপুরে জানান, সাপটি গণেশ বৈরাগীর বাড়ির একটি পরিত্যক্ত ঘরে অবস্থান করে আসছে। এটি অন্য সাপ থেকে আলাদা এবং ভিন্ন রঙের। কয়েকদিন আগে ওই বাড়ির কাছে একটি মন্দিরে সাপটিকে প্রথম দেখতে পান স্থানীয় লোকজন।
ওই বাড়িটি গণেশ বৈরাগীর বাড়ি হিসেবে পরিচিত। তবে বাড়িটি গণেশ বৈরাগীর পরিবারের লোকজন স্থানীয় এক মুসলিম পরিবারের কাছে বিক্রি করে দিয়েছেন। সেই থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
উজিরপুর উপজেলা বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, একটি পরিত্যক্ত ঘরে একটি সাপ অবস্থান করছে বলে জানতে পেরেছি। তবে দেখা হয়নি। তবে বর্ণনা শুনে মনে হচ্ছে এটি কালীজাত প্রজাতির সাপ। এরা বিভিন্ন রঙের হয়ে থাকে।
তিনি বলেন, এ ধরনের সাপ জোড়া বেঁধে থাকে। মনে হচ্ছে কোনো কারণে সেখানে সাপটি একাই চলে এসেছে। এছাড়া দেখার জন্য মানুষ ভিড় করছে। এ কারণে হয়তো সাপটি বের হতে পারছে না। সুযোগ পেলেই সাপটি স্থান পরিবর্তন করবে। সেখান থেকে চলে যাবে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
