জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে এই মুহূর্তে ভারতে রয়েছেন। পরিবার-পরিজনও তাঁর সঙ্গে আছে। সেখানে পরিবারের কোনো এক সদস্যের চিকিৎসার কারণে গিয়েছেন বলে জানা গেছে।
এরই ফাঁকে কাশ্মীরে ঢুঁ মেরে এসেছেন। সেখানে থেকেই তিনি লিখছেন নিজের মনের কথা। শেয়ারও করছেন ফেসবুকে।
কবিতাও লিখেছেন ‘দেবী’ খ্যাত এই অভিনেত্রী। শনিবার রাতে শবনম ফারিয়া এই কবিতা ফেসবুকে শেয়ার করেছেন। তিনি লেখেন-
‘আমিও তোমার মতো পালিয়ে যেতে চাই,
আমিও তোমার মতো কে কী বলল, কে কী ভাবল- সেইটা তোয়াক্কা করতে চাই না,
আমিও তোমার মতো স্বার্থপর হতে চাই, কারো ভালো লাগা/খারাপ লাগাতে আমার কিছু আসবে যাবে না! 
আমিও তোমার মতো এই শহরকে ঘৃণা করতে চাই,
এত ঘৃণা করতে চাই যে আমার সবচেয়ে আপন মানুষগুলোকে ফেলে চলে যাওয়ার আগে দ্বিতীয় কোনো ভাবনা আসবে না,
আমিও তোমার মতো সাদা মানুষদের শহরে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই, যেখানে আমাকে কেউ চিনবে না,
আমিও তোমার মতো সবার সঙ্গে প্রতারণা করতে চাই, সবাইকে বলতে চাই আমিও ক্লান্ত এখানে,
আমিও তোমার মতো অমানুষ হতে চাই,
আমিও তোমার মতে সব ফেলে একাই বেঁচে থাকতে চাই…’’
কবিতাটি ফেসবুকে শেয়ার দেওয়ার পর একজন তার লেখার প্রশংসা করে লেখেন, ‘আপনার লেখালেখিতেও সিরিয়াস হওয়া উচিত। অনেক ভালো লেখেন। ’
শবনম ফারিয়া এর আগেও কবিতা লিখেছেন। সেগুলো পত্রিকায় প্রকাশ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এক প্রশ্নের উত্তরে ঠোঁটকাটা স্বভাবের এই অভিনেত্রী বলেন, ‘আমি আগে থেকেই কবিতা লেখি। আমার লেখা কবিতা পত্রিকায় প্রকাশও হয়েছে!’
শবনম ফারিয়া বরাবরই ঠোঁটকাটা স্বভাবের। যখন যেটা মনে আসে তখন সেটা অবলীলায় বলে ফেলেন। এতে কার কী গেল-এলো তা নিয়ে থোড়াই কেয়ার। কয়েক দিন আগেই তিনি লেখেন, ‘যার জন্য জীবন বাজি রেখেছিলাম সে-ই চলে গেছে। ‘ খুব সহজ করে এমনটাই বলে ফেলেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, সব শেষে গত মাসে প্রচারিত হয় শবনম ফারিয়া অভিনীত ওয়েব সিরিজ ‘হোটেল নিরিবিলি’। এতে তিনি জুটি বাঁধেন মুশফিক আর ফারহানের সঙ্গে। বর্তমানে ভারতের কাশ্মীরে রয়েছেন ফারিয়া। সেখানে পরিবারের সদস্যদের নিয়ে দারুণ সময় পার করছেন তিনি। তার দারুণ সময়গুলো আবার অনুরাগীদের সঙ্গে শেয়ারও করছেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
				