চীনা স্মার্টফোন কোম্পানি শাউমির সাব ব্রান্ড রেডমি আনতে যাচ্ছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন। আগামী বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রেডমি নোট ১২ সিরিজের এ ফোন চীনের বাজারে আসতে যাচ্ছে বলে জানা গেছে। খবর গ্যাজেট থ্রি সিক্সটির।
মঙ্গলবার (২৫ অক্টোবর) চীনা ওয়েবসাইট উইবোতে ফোনটি বাজারে আনার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সংবাদ সূত্রে জানা গেছে, আসন্ন নোট ১২ সিরিজের ফোনে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের এইচপিএক্স ক্যামেরা। সেন্সর হিসেবে থাকবে আইসোসেল এইচপি৩। ক্যামেরাটি ৩০ এফপিএসে ৮কে ভিডিও রেকর্ডিং এবং ১২০ এফপিএসে ৪কে ভিডিও রেকর্ড করতে সক্ষম৷
আরও জানা গেছে, ফোনটিতে ১২.৫, ৫০ ও ২০০ মেগাপিক্সেলের ৩টি মোড থাকবে। ব্যবহারকারী তার সুবিধা মতো মোড সুইচ করে নিতে পারবেন। এছাড়া ফাঁস হওয়া তথ্য মতে, ফোনটিতে থাকবে ২১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।
এছাড়াও রেডমি নোট ১২ প্রো তিনটি কালারে ও নোট ১২ প্রো+ চারটি কালারে পাওয়া যাবে। ফিঙ্গার প্রিন্ট বাটনটি রাখা হয়েছে পাওয়ার বাটনের পাশে।