লাল-সবুজ পতাকায় জড়িয়ে আরও দুই শিক্ষার্থীর চিরবিদায়

কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত দুই শিক্ষার্থীর জানাজা সম্পন্ন হয়েছেন। নিহতরা হলেন মোহাম্মদ রিয়াজ (২৩) ও ইমন আলী (১৮)।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে এই জানাজা সম্পন্ন হয়।

জানাজায় ইমমামতি করেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা আখতার হোসেন। এতে অংশগ্রহণ আসিফ মাহমুদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়ক ও সাধারণ ছাত্র-জনতা।

কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদ দুই শিক্ষার্থীর জানাজার সময় সমন্বয়কারীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের দুই সহযোদ্ধা শহিদ হয়েছে, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে নিহতের পরিবারের ব্যয়ভার বহন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এবং শহিদদের পরিবারের ভাই ও বোনদেরকে সরকারি চাকরি অথবা তাদের পরিবারকে যেকোনো কাজ করার সুযোগ দানের জন্য আহ্বান জানাচ্ছি।

গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে রিয়াজ জিগাতলায় গুলিবিদ্ধ হন। পরে গতকাল বিকেলের দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

অপরদিকে নিহত ইমন আলী গত ৪ আগস্ট বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের গোরাইতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন। পরে আজ সকালের দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।