আগে দুইটা খেজুর খেয়েছি, আজকে দিয়েছি : সিদ্দিক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের প্রিয় দল আর্জেন্টিনা। শুধু তিনি নন, তার পরিবারের বাকি ২৬ সদস্যও আর্জেন্টিনার সমর্থক। ফলে তাদের উচ্ছ্বাসের মাত্রাটা একটু বেশিই বটে। কাতার বিশ্বকাপে শেষ ষোলোর পথে টিকে রইল আর্জেন্টিনা। তবে মেক্সিকোর বিপক্ষে এই ম্যাচটি ছিল বাঁচা-মরার। হারলেই বিদায় নিতে হতো কোচ লিওনেল স্কালোনির দলকে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেক্সিকোর বিপক্ষে বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তন এনে আক্রমণে ধার বাড়ায় কোচ লিওনেল স্কালোনি। এরপরই লিওনেল মেসি গোল করে দলকে এগিয়ে নেন। পরে সতীর্থ ইঞ্জো ফার্নান্দেজকে দিয়ে করান আরেক গোল। জয় নিশ্চিত হয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা।

খেলা শেষ হতে না হতেই অনুরাগীদের উদ্দেশে ভিডিওবার্তা দেন সিদ্দিক। তিনি বলেন, ‘হাসি দেখেই বুঝতে পারছেন, কি হয়েছে। আমরা শুধু খেজুর খাইনা সঙ্গে গাওয়া খাই। আগেই বলেছিলাম, আর্জেন্টিনা লড়বে এবং জিতবে। আমরা খেলা শুরু করেছি। আজকে জিতে গেলো। তবে আর্জেন্টিনার ভক্তদের উদ্দেশে বলতে চাই, আমরা এমন কিছুই করবো না, যাতে করে পাশের মানুষ, সমাজের মানুষ কিংবা দেশের ক্ষতি হয়।’

সিদ্দিক আরও বলেন, ‘আমাদের (আর্জেন্টিনা সমর্থক) অনেকেই বলেন, আমরা দুইটা খেজুর খেয়েছি। এটা কোনো ব্যাপার না। আজকে মানুষকে খেজুর দিয়েছি। আমরা সবসময় দিতে বিশ্বাসী, খেতেও বিশ্বাসী। কিন্তু খেজুরের সঙ্গে আমরা গাওয়াটা খেতে চাই। গাওয়া খেলেই বুঝবেন এটা কি! রাত জেগে যারা এতক্ষণ খেলাটি উপভোগ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আবারও সবাইকে আগামী খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’