আর্জেন্টিনাকে হারানোর পর জাতীয় ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার

বিশ্বকাপের ইতিহাসে সেরা অঘটন ঘটিয়ে যেন আকাশে উড়ছে সৌদি আরব ফুটবল দল।

দুইবারের শিরোপাজয়ী এবং চলতি আসরের হট ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে সৌদি ফুটবল দল।

আর এই জয়ে পুরো সৌদিজুড়ে চলছে উৎসবের আমেজ।

সেই উৎসবের আমেজে নতুন মাত্রা যোগ করেছে সৌদি সরকার। আগামীকাল বুধবার (২৩ নভেম্বর) সারাদেশে জাতীয় ছুটি ঘোষণা করেছে দেশটির প্রশাসন। এতে করে শিক্ষাপ্রতিষ্ঠান ও সকল কর্মক্ষেত্র বন্ধ থাকবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি সরকারের প্রেস এজেন্সি থেকে পাঠানো বিবৃতির সূত্র দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, আর্জেন্টিনার বিরুদ্ধে জয়ের আনন্দকে বাড়াতে আগামীকাল জাতীয় ছুটি ঘোষণা করা হলো।

এতে করে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের কর্ম ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাদান বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিশ্বকাপের সি গ্রুপের ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দেয় সৌদি আরব। লিওনেল মেসিদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ৫ মিনিটের ব্যবধানে দুই গোল এবং গোলরক্ষকের সাহসী কিছু সেভিংসে জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।