কষ্ট করে মাছ ধরতে হয় না, মাছ নিজেই ধরা দেয় এই নদীতে

মাছ ধরতে গেছেন, কিন্তু মাছ নিজেই লাফিয়ে আপনার কাছে ধরা দিচ্ছে; এমন হলে কেমন লাগবে? ভাবতে অবাক হলেও এমনটি ঘটে থাকে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটের একটি গ্রামে।

গত প্রায় ১৭ বছর ধরে মাছ ধরার এমন প্রতিযোগিতা ‘রেডনেক ফিশিং টুর্নামেন্ট’-এর আয়োজন চলে আসছে।সেখানে মাছ ধরতে যাওয়া এক ব্যক্তি জানান, এখানে মাছ যেভাবে লাফায়, তা দেখলে মনে হবে- মাছগুলো যেন ধরা দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে।

আরেকজন বলেন, মাছগুলো লাফানো শুরু করেছে। তা দেখলে মনে হবে- পপকর্ন ফুটছে। সত্যিই দারুণ দৃশ্য।এক ভিডিওতে দেখা যায়, মৎস্য শিকারপ্রেমিরা জাল নিয়ে নৌকায় দল বেঁধে ঘুরছেন। একের পর এক মাছ লাফিয়ে উঠছে। তা জালে করে ধরে নৌকায় তোলা হচ্ছে। এ সময় সবার মাঝে হৈ-হুল্লোড়ের সৃষ্টি হচ্ছে। সবাই উল্লাস করে মাছ ধরছেন।