ঘাস পাতা দিয়ে ইফতার গাজায়

ই.স.রা.য়েলে.র নির্বিচার হা.ম.লা ও গ.ণ.হ.ত্যা.য় বিপর্যস্ত গাজা। পবিত্র রমজানে তাদের ইফতার করতে হচ্ছে ঘাস দিয়ে।

পবিত্র রমজান মাস শুরু হয়েছে বিশ্ব জুড়ে। অন্যরা যখন যথাযথ নিয়ম মেনে, নিজের পছন্দমতো রমজান পালন করছে, গাজায় তখন চলছে বিভীষিকা। আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, গাজাবাসী ইফতার করছে ঘাস বা গাছের পাতা দিয়ে। তারা তারাবিহর নামাজ পড়তে পারছে না। ওজু করার জন্য পর্যাপ্ত পানি নেই।

সাহরিতে একজনের খাবার কয়েকজন ভাগ করে খাচ্ছে। এমন করুণ পরিস্থিতি পৃথিবীবাসী আগে কখনো দেখেনি। গাজাবাসীকে এ অবস্থা থেকে উদ্ধারের জন্য মুসলিম বিশ্বের যে উদ্যোগ প্রয়োজন তাও অনুপস্থিত। কবে থামবে এ যু..দ্ধ কেউ জানে না। এমনকি বিরতির উদ্যোগও থেমে আছে।

গাজার মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হা.মা.স গত বছরের ৭ অক্টোবর দখলদার ই.স.রা.য়ে.লি সী.মান্তে হা.ম.লা চালিয়ে কমপক্ষে ১২০০ জনকে হ..ত্যা এবং ২৫০ জনকে জি..ম্মি করার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।

তারপর থেকে, গাজায় ইসরায়েলি হামলায় ৩১,৩০০ জনের বেশি ফি.লি.স্তি.নি নি.হ.ত হয়েছে। যার মধ্যে ৭২ শতাংশ নারী এবং শিশু। ৭৩ হাজারের বেশি আহত হয়েছে এ যু.দ্ধে।