মালিকের টাকা খেয়ে ফেলল কুকুর

এক টাকা, দুই টাকা নয় হিসাবটা লাখ টাকার। তাও আবার সাড়ে তিন লাখ টাকা। পেনসিলভেনিয়ার এক দম্পতি সাত বছর ধরে একটি কুকুর পুষছেন। এবার পোষা কুকুরের জন্য সাড়ে তিন লাখ টাকা খোয়া গেল তাদের।

বল, খেলনা, বিছানা চাদর, কার্পেট নয়, মালিকের সাড়ে তিন লাখ টাকা খেলনা হলো তার। এই ঘটনার পর পেনসিলভেনিয়ার বাসিন্দা ওই দম্পতি টাকার শোকে ভেঙে পড়েছেন।

কুকুরটির নাম কেসিল। এটি গোল্ডেনডুডল প্রজাতির কুকুর। পোষ্যের মালিক ক্লেটন এবং ক্যারি, দুইজনেরই ভীষণ প্রিয় সে। কিছুদিন আগে ক্লেটন অফিস থেকে একটা বড় অঙ্কের টাকা পান। টাকাভর্তি খামটি আলমারিতে না রেখে রেখেছিলেন টেবিলে। এতেই টাকার নাগাল পেয়ে যায় কেসিল। টাকার খামটি সরিয়ে নিয়ে নিজের মতো করে খায়, খেলে আর ছড়িয়ে, ছিঁটিয়ে রাখে।

এদিকে টাকা না পেয়ে সারা বাড়িতে খোঁজাখুঁজি করেন ওই দম্পতি। পরে দেখেন তাদের আদরের পোষ্য টাকাগুলো কুচি কুচি করে ছিঁড়ে কিছু খেয়েছে আর কিছু নিয়ে খেলা করছে।

এরপরে ক্লেটন এবং ক্যারি দম্পতির হাত কামড়ানো আর আফসোস করা ছাড়া কিছু করার ছিল না।

ওয়াসিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কেসিল এর আগে কখনো এমন ঘটনা ঘটায়নি।