৩৩ দিন ধরে দুবাইয়ে আটকে আছেন সোফিয়া

সংযুক্ত আরব আমিরাতে ৩৩ দিন ধরে আটকে আছেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী-গায়িকা সোফিয়া হায়াত। অজানা কারণে তার উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সোফিয়া হায়াত তার ইনস্টাগ্রামে আবেগঘন একটি ভিডিও পোস্ট এসব তথ্য জানান। ভিডিওতে কথা বলতে বলতে তাকে কাঁদতে দেখা যায়। এ ভিডিওর ক্যাপশনে বিস্তারিত বর্ণনা করেছেন সোফিয়া।

লেখার শুরুতে সোফিয়া হায়াত বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞাসহ ৩৩ দিন ধরে দুবাইয়ে আটকে আছি। প্রতিটি দিন সংগ্রাম করছি। মামলার বিষেয়ে আমি কথা বলতে পারব না এবং বলবও না।’

দুবাইয়ে প্রতি সপ্তাহে ১ হাজার পাউন্ড খরচ হচ্ছে সোফিয়ার। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার লন্ডনের বাড়িতে আমি আগে যেতে চাই। কারণ সেখানে আমার জীবন আটকে আছে। আমি ক্লিনিকসহ দুটো ব্যবসা চালু করেছি। কিন্তু এক মাস ধরে তা বন্ধ রয়েছে। আমার আয়ের পথ বন্ধ হয়ে গেছে, দুবাইয়ে সঞ্চিত অর্থ খরচ করছি। থানায় আসা-যাওয়া, বাসা ভাড়া, খাবার বাবদ প্রতি সপ্তাহে ১ হাজার পাউন্ড খরচ হচ্ছে। পাশাপাশি লন্ডনের বাড়ির বিলও আমাকে পরিশোধ করতে হচ্ছে।’

সমস্যা সমাধানের জন্য পুলিশ সোফিয়াকে সহযোগিতা করছেন। তা জানিয়ে তিনি বলেন, ‘আমার মামলার বিষয়ে পুলিশ খুবই সহযোগিতা করছে। তারা বলেছে, খুব শিগগির এর সমাধান হবে। একটি সিস্টেমের মাধ্যমে আমি বাড়ি ফিরে যাব। কিন্তু নিশ্চিত নেই কতদিন লাগবে। মামলাটি আগেই বাদ পড়েছে, এখন একটু সময় প্রয়োজন। আমি কখনো চিন্তাও করিনি আমার সঙ্গে এমন কিছু ঘটবে। আমি দারুণ কিছু সহযোগিতাপরায়ণ মানুষ পেয়েছি, তাদের মধ্যে পুলিশও রয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’

‘আমি দুবাই ছেড়ে যেতে পারব না জেনে মানসিক চাপ অনুভব করি। আমি কোনো পরিকল্পনা করতে পারি না। আমি জানি না কখন বাড়ি ফিরব। আমি আমার বাড়ি, কুকুর এবং ব্যবসাকে মিস করছি।’ বলেন সোফিয়া।

ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বস। জনপ্রিয় এই শোয়ের সপ্তম সিজনে হাজির হয়েছিলেন সোফিয়া হায়াত।