জয়া আহসানকে গত ১০ বছরে পশ্চিমবঙ্গের অনেকগুলো সিনেমায় দেখা গেছে। বাংলাদেশি অভিনেত্রীর অভিনীত সিনেমার অনেকগুলোই ব্যাপক ব্যবসাসফল হয়েছে, সমালোচক প্রশংসিত হয়েছে; অভিনেত্রী হিসেবে জয়া জিতেছেন পুরস্কার-সম্মাননাও।
একের পর এক টানা সাফল্য আর কাজের সুযোগ পাওয়ায় কলকাতার অনেক নায়িকা তার ওপর নাকি ক্ষুব্ধ। সম্প্রতি আনন্দবাজার পত্রিকার প্রিন্ট সংস্করণে প্রকাশিত এই প্রশ্নের উত্তর দিয়েছেন জয়া। এ ছবিতে মনোবিদের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘দশম অবতার’ মুক্তি উপলক্ষে জয়া আহসানের সাক্ষাৎকার প্রকাশ করেছে আনন্দবাজার। সেখানে অনেক প্রশ্নের সঙ্গে জয়াকে জিজ্ঞেস করা হয়, ‘এও শোনা যায়, আপনি এত ভালো সুযোগ পাচ্ছেন বলে টালিউডের অনেক নায়িকা ক্ষুব্ধ…।’
উত্তরে জয়া বলেন, ‘আদৌ কি তাই? আসলে অভিনয়টা আমার জন্য খুব আনন্দের জার্নি। তাই হয়তো কাজেও সেটা দেখা যায়। যখন আমি এক-একটা চরিত্র হয়ে বেঁচে থাকি, তখন মনে হয় জীবনযাপনটা করছি। সত্যিই যদি তারা অপছন্দ করতেন, তাহলে কি আমি ১০ বছর ধরে এখানে কাজ করতে পারতাম।’
জয়া আহসান ছাড়া চঞ্চল চৌধুরী, তাসনিয়া ফারিণ, কাজী নওশাবা আহমেদসহ অনেক বাংলাদেশি অভিনয়শিল্পী এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা ও সিরিজে নিয়মিত কাজ করছেন। সাক্ষাৎকারে জয়া আহসানের কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশের অভিনেতারা যেভাবে কলকাতায় দাপিয়ে কাজ করছেন, সেভাবে ওখানকার অভিনেতারা কি ঢাকায় কাজ করছেন? এ প্রসঙ্গে জয়া বলেন, ‘দেখুন এটা অনেকটাই ব্যক্তিগত পছন্দ-অপছন্দ। আমি যত দূর জানি, এখানকার অভিনেতাদেরও অফার করা হয়। কিন্তু তারা হয়তো কাজে এতটাই ব্যস্ত থাকেন বা ভরসা করতে পারেন না বা অন্য কোনো কারণ থাকতে পারে, তাই কাজগুলো করা হয় না।’
জয়া আহসান ছাড়াও ‘দশম অবতার’ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও যীশু সেনগুপ্ত। ২০ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.