ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ফাঁস হওয়ার পর বিতর্কের মুখে পড়েছেন পাকিস্তানি মডেল-অভিনেত্রী আলিজে শাহ।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায়, শুয়ে আছেন আলিজে। তার কাঁধের ওপরে এক টুকরা খাবার। রহস্যময় এক ব্যক্তির হাত সেখানে দেখা যায়; যে কাটা চামচ দিয়ে খাবারের অংশটি তুলে আলিজেকে খাওয়াতে চান। এতে হাসিতে ফেটে পড়েন এই অভিনেত্রী।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিতর্কের মুখে পড়েছেন আলিজে। একসময় ‘এদ-এ-ওয়াফা’ সিরিয়ালে ‘দুয়া’ চরিত্রে যে নিষ্পাপ আলিজেকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন ভক্ত-অনুরাগীরা। প্রিয় অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে তারাই এখন হতবাক।
সোশ্যাল মিডিয়ায় নানারকম মন্তব্য দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন—“আলোচনায় থাকার জন্য আলিজের এটি নতুন কৌশল হতে পারে।” কেউ কেউ এটিকে ‘অশোভন’, ‘নোংরা’ কাজ বলেও মন্তব্য করছেন। নেটিজেনদের অনেকের দাবি—“ভিডিওর রহস্যময় ব্যক্তিটি আলিজের প্রেমিক।” যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।
২৫ বছর বয়সি আলিজে এবারই প্রথম বিতর্কে জড়াননি। তার বিতর্কিত কর্মকাণ্ডের তালিকায় এটি নতুন সংযোজন। এর আগেও সাহসী পোশাক এবং স্পষ্টবাদী ব্যক্তিত্বের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন এই অভিনেত্রী।
চলতি বছরের শুরুতে সমালোচনার মুখে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার সিদ্ধান্ত নেন আলিজে। ইনস্টাগ্রাম থেকে নিজের পোস্টগুলো মুছে লেখেন—“আমি এই মাধ্যমটি ছেড়ে দিচ্ছি। এটি নরকের চেয়েও খারাপ।”
২০১৬ সালে ‘ছোটি সি জিন্দেগি’ টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন আলিজে। এতে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ২০১৮ সাল পর্যন্ত আরো ৬টি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। ‘হুর পরি’ ধারাবাহিকে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এটিও ২০১৮ সালে প্রচার হয়।
তারপর বেশ কিছু জনপ্রিয় টিভি ধারাবাহিক উপহার দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেন আলিজে। ২০১৯ সালে ‘সুপারস্টার’ সিনেমার মাধ্যমে পাকিস্তানি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। কয়েকটি গানের মিউজিক ভিডিওতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.