গত বছরের ডিসেম্বরে কণ্ঠশিল্পী ইলিয়াসকে বিয়ে রাজধানীর বনানীতে সংসার পেতেছিলেন। কিন্তু সে সংসার টেকেনি। অল্প কদিনেই ভেঙে যায় সংসার। এই নিয়ে কম জলঘোলা হয়নি।
তবে সুবাহ আলোচিত হন, যখন ক্রিকেটার নাসিরের প্রেমিকা ছিলেন।
২০১৮ সালে সুবাহর একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি প্রকাশ করেছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম ছিল।
এরপর সুবাহ নিজের গতিপথ পরিবর্তন করেন। নাম লেখান সিনেমায়। কয়েকটি সিনেমার মহরত করেছেন, একটি সিনেমা ইতোমধ্যে মুক্তিও পেয়েছে। ক্যারিয়ার নিয়ে যখন সুবাহ ব্যস্ত ছিলেন, তখনই জানালেন বিয়ের কথা। এরপর ফের নতুন করে পথচলা শুরু হয়েছিল। কিন্তু দুই প্রাক্তনকে দেখে এবার তেলে বেগুনে জ্বলে উঠলেন আলোচিত এই নায়িকা।
গত ১ নভেম্বর বেলা ১২টা ২১ মিনিটে সোশ্যাল মিডিয়ার ফেসবুক হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেন গায়ক ইলিয়াস হোসাইন। সেখানে একসঙ্গে দেখা মেলে নাসির ও ইলিয়াসের। দুজনেই হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘পুরনো বন্ধু। ’
এই ছবি সহজভাবে নেননি। তেলে বেগুনে জ্বলে উঠে বিভিন্ন গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন সুবাহ। সুবাহ বলেন, ‘নাসির আর ইলিয়াস পুরনো বন্ধু। আমাকে ফাঁসানোর জন্য তারা দুজন মিলে এত কিছু করেছে। ’
সুবহা আরো বলেন,‘ছবিটি দেখে আমি বেশ অবাক হয়েছি। যেহেতু তাদের (নাসির-ইলিয়াস) সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাই তারা ছবি দিলো নাকি ভিডিও দিলো, তাতে আমার কিছু যায়-আসে না। তবে তারা দুজন বন্ধু, এটি আগে জানতাম না। ’
সম্প্রতি বসন্ত বিকেল নামের সুবাহ’র একটি সিনেমা মুক্তি পেয়েছে। যা দেশের বেশ কয়েকটি সিনেমা হলে এখনো প্রদর্শিত হচ্ছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
				