ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব জায়েদ খান।
বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করতে চান এ নায়ক।
সে কথা এবার নিজেই জানিয়ে দিলেন তিনি। আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রস্তুত বলে জানান জায়েদ খান।
শুক্রবার (১১ নভেম্বর) বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের এসএসসি ৯২ ব্যাচের মিলনমেলা ও নবান্ন উৎসবে যোগ দিয়ে বাংলাভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জায়েদ খান এ কথা জানান।
জায়েদ খান বলেন, ‘আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় থেকেই রাজনীতি করছি। যদি মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন জায়েদ খানকে এখন দলের জন্য প্রয়োজন,তাহলে সংসদ নির্বাচন করার জন্য আমি প্রস্তুত।’’
বেশ কিছুদিন ধরে সিনেমার পর্দায় দেখা যায় না জায়েদ খানকে। শিল্পী সমিতির নির্বাচনের পর প্রায় নিয়মিত সময় কাটাচ্ছেন নিজ জেলা পিরোজপুরে। সেখানে বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিতে দেখা যায় বাংলা সিনেমার এ নায়ককে।