শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সৌন্দর্য দেখে মাতোয়ারা হন তাঁর অনুরাগীরা। বারবার তাঁর প্রেমে পড়েন। কখনও শাড়ি পরে তাক লাগান এই সুন্দরী। আবার বোল্ড ড্রেসেও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জেল্লা হয় দেখার মতো। দিন দিন গ্ল্যামার বাড়ছে এই অভিনেত্রী।
কে বলবে ইতিমধ্য়েই ৩৪ পার করেছেন তিনি? বরং তাঁর সামনেও ফ্যাকাসে লাগে আচ্ছা আচ্ছা তরুণীকেও। শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি একটি কালো রঙের শাড়িতে নতুন লুকের ছবি শেয়ার করেছেন। এই শাড়িতে দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে।
শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই লুক যে সবাই বেশ পছন্দ করেছেন, তা কমেন্ট সেকশন দেখলেও বোঝা যায়। কালো শাড়ি ও ব্লাউজে অভিনেত্রীর সৌন্দর্য দেখে চোখে ধাঁধা লেগে যেতে পারে। মিস করবেন না অভিনেত্রীর ছবি, তাঁর থেকে ফ্যাশন টিপসও নোট করুন। (ছবি- ইনস্টাগ্রাম @srabanti.smile, @photographer_sourav_26)
অপরূপা শ্রাবন্তী!
কালো রঙের শাড়িতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই ফটোশ্যুট সত্যিই প্রশংসা করার মতো। অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। তবে এই প্রথমবার নয়, এর আগেও অভিনেত্রীকে কালো শাড়িতে সাজতে দেখা গিয়েছে। আর প্রতিবারই দুর্দান্ত দেখাচ্ছিল তাঁকে। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেও কালো শাড়িতে দেখা যায় তাঁকে।
আবার এই একই রঙের শাড়িতে ফটোশ্যুট করলেন। বিখ্যাত ক্লোদিং ব্র্যান্ডের থেকেই শাড়িটি বেছে নিয়েছেন অভিনেত্রী। তাঁর এই লুকটি স্টাইল করেছেন রুদ্র সাহা। শ্রাবন্তীকে এতটাই সুন্দর দেখাচ্ছে যে, তাঁর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করতে পারে।
শাড়ির এক একটি ডিটেলিং দুর্দান্ত
শ্রাবন্তী এই শাড়িটি বিখ্যাত ক্লোদিং ব্র্যান্ড ‘Saundh India’-এর সংগ্রহ থেকে নিয়েছেন। দুর্দান্ত এই শাড়ির প্রত্যেকটি ডিটেলিংই দেখার মতো। কালো রঙের শাড়ির উপরে প্রিন্ট ডিটেলিং নজরকাড়া। কালো এই কেপ মেটেরিয়ালের উপর রেশমের এমব্রয়ডারি করা হয়েছিল।
কালোর উপরে এই কনট্রাস্ট রঙের অ্যাবস্ট্রাক্ট প্রিন্ট প্রশংসা করার মতোই। যা চমৎকার। শাড়িটি ক্লাসি প্যাটার্নেই ড্রেপ করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যা তাঁর ফিগারকেও কমপ্লিমেন্ট দিয়েছিল। হাইলাইট করেছিল তাঁর কার্ভলাইনকে।
সরু ফিতের ব্লাউজে…
এই শাড়ির সঙ্গে একটি কালো রঙের ব্লাউজেই স্টাইল করেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই ব্লাউজের হল্টার প্যাটার্নের স্লিভ দেওয়া হয়েছল।
লো কাট নেকলাইনের সঙ্গে নুডল স্ট্র্যাপ বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। দারুণ লাগছিল তাঁকে। এই ব্লাউজে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নেক এরিয়া হাইলাইট হয়েছিল। পোজ দেওয়ার সময়ে অসাধারণ এক্সপ্রেশনও দিয়েছেন অভিনেত্রী।
কী জাদু করলেন শ্রাবন্তী?
শ্রাবন্তী চট্টোপাধ্যায় এই লুকটি সম্পূর্ণ করার জন্য অসাধারণ কিছু এলিমেন্ট যোগ করেছেন লুকে। ক্লাসি প্যাটার্নে ড্রেপ করার সঙ্গে সঙ্গেই একটি কালো কর্সেট বেল্টও পরেছেন। শাড়ির সঙ্গে বেল্ট পরা এখন বেশ ট্রেন্ডিং। শ্রাবন্তীও সেই ট্রেন্ডকেই ফলো করেছেন। আর তাঁর লুককে নিয়ে গিয়েছেন অন্যমাত্রায়। কালো একটি কর্সেট বেল্টে রাউন্ড আপ করেছেন অভিনেত্রী।
হাতে পরেছেন কালো লেসেরে গ্লভস। এক মোহময়ী ছোঁয়া দিয়েছেন নিজের লুকে। অভিনেত্রীর এই লুকটি স্টাইল করেছেন রুদ্র সাহা।
ফেরানো গেল না চোখ
শাড়ির সঙ্গে মিলিয়ে তিনি অসাধারণ জুয়েলারিও বেছে নিয়েছেন। শ্রাবন্তী পরেছেন চুড়ি। কানের স্টেটমেন্ট ইয়াররিংসও দেখার মতোই। চুল খোলাই রেখেছেন তিনি। মেকআপে দিয়েছেন গ্ল্যাম টাচ আপ। অসাধারণ একটি লিপ শেড ব্যবহার করে নিজের লুকটি সম্পূর্ণ করেছেন অভিনেত্রী। যা দেখে বারবার প্রশংসা করতে মন চায়। এবারও দারুণ দেখাচ্ছিল তাঁকে। হাতে ব্যাগ নিয়ে লুকটি রাউন্ড আপ করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
