asif akbar

প্রিয়ার বিয়ে-শাদী হয়েছে, সে এখন নানী হয়ে গেছে: আসিফ

বাংলা সংগীতের রাজপুত্র বলা হয় তাকে। প্রায় দুই যুগ ধরে দেশের সংগীত অঙ্গনে রাজত্ব করছেন তিনি। সংগীতের বাইরেও নানান কারণে নিয়মিতই আলোচনায় থাকেন তিনি। বলছি দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের কথা।

আসিফের সংগীত জগতের আনুষ্ঠানিক ক্যারিয়ার শুরু হয়েছিল ২০০১ সালের ২৯ জানুয়ারি। ওই দিন দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ও ব্যবসা সফল অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ বাজারে এসেছিল। সেই অ্যালবামের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

আসিফকে কনসার্টে এখন আর আগের মতো দেখা যায় না। তবে সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে এক কনসার্টে যোগ দিয়েছিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। যেখানে ২২ বছর আগে মুক্তি পাওয়া জনপ্রিয় গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ গাওয়ার পাশাপাশি ওই গানের প্রিয়ার সম্পর্কেও বলেছেন তিনি।

রোববার (২২ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, বর্ষপূর্তি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ মাতান আসিফ।

এসময় তিনি বলেন, ‘এই গানের সঙ্গে আমার কোনো রকম সংশ্লিষ্ট নেই। প্রিয়া যিনি, তিনি গীতিকারের স্বপ্ন ছিলেন। সুরকারের স্বপ্ন ছিলেন। প্রিয়া এখন নানী হয়ে গেছে, তার বিয়ে-শাদী হয়ে গেছে।’

উল্লেখ্য, ২০০১ সালে সাউন্ডটেকের ব্যানারে ‘ও প্রিয়া তুমি কোথায়’ বাজারে আসে। সেই সময় অ্যালবামটির ৬০ লাখ কপি বিক্রি হয় এবং বাংলাদেশ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অডিও অ্যালবাম হয়ে ওঠে। অ্যালবামটিতে মোট ১২টি গান আছে। যার প্রতিটি গানের কথা ও সুর করেছেন ইথুন বাবু।

Click Here Watch Video