সোশ্যাল মিডিয়ায় আলোচিত নাম হিরো আলম। মিউজিক ভিডিও, সিনেমা ও কবিতা আবৃত্তিসহ অনেক কিছুই করেছেন তিনি। আবার সংগীতও করেছেন।
এমনকি রবীন্দ্রসংগীত গেয়ে এপার-ওপার দুই বাংলাতেই আলোচিত ও সমালোচিত হন হিরো আলম। তবে সবকিছুর পরও থেমে নেই হিরো আলম। সমালোচনাকে পেছনে ফেলে প্রতিনিয়ত নতুন কিছু করেই যাচ্ছেন।
কিন্তু এবার ভিন্ন এক ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। বলিউডের প্রথম শ্রেণির অভিনেত্রীর সঙ্গে সিনেমা করতে চান বলে জানিয়েছেন হিরো আলম। গতকাল রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার সমশেরগঞ্জের বাবুপুর প্রাথমিক স্কুলের মাঠে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মঞ্চে পারফর্ম করেন হিরো আলম।
সোমবার (২১ নভেম্বর) আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, মঞ্চে হিরো আলম বলেন, আমি কোনোদিন ভাবতেও পারিনি ওপার বাংলা (বাংলাদেশ) থেকে এপার বাংলার কোনো অনুষ্ঠানে আসব। এছাড়া নিজের অভিনয়ের কথা বলতে গিয়ে একপর্যায়ে ইচ্ছা প্রকাশ করেন, ভারতে এসে একদিন দীপিকা পাড়ুকোনের সঙ্গে সিনেমা করতে চাই।
হিরো আলমকে পেয়ে উচ্ছ্বাস দেখা যায় সমরেশগঞ্জের মানুষের মাঝে। তাকে দেখার জন্য আশপাশের এলাকা থেকেও ছুটে আসেন অনেকে। এছাড়া অনেকে সেলফি তোলার জন্যও ঝাঁপিয়েও পড়েন। বরাবরের মত দুই বাংলাতেই হিরো আলমের জনপ্রিয়তা তুঙ্গে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
